যানজট নিরসনে কুলাউড়ায় মোবাইল কোর্ট, ২৬ হাজার টাকা জরিমানা

November 19, 2022,

কুলাউড়ায় প্রতিনিধি॥ কুলাউড়ায় যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শুক্রবার ১৮ নভেম্বর বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান। সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অপরাধে ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেন তিনি।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সড়কের উপর অবৈধভাবে সিএনজি অটোরিকশা গাড়ি পার্কিং করে রাখার অপরাধে এবং গাড়ির কাগজপত্র দেখাতে না পারায় ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান সময় কুলাউড়াকে বলেন, কুলাউড়া উপজেলাকে যানজটমুক্ত করতে গত ১৪ নভেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সপ্তাহে দুইদিন করে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্তগ্রহণ করা হয়।

সেই লক্ষে শুক্রবার বিকেলে পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে সড়ক দখল করে অবৈধভাবে সিএনজি অটোরিকশা পার্কিং করে রাখার অপরাধে এবং গাড়ির কাগজপত্র দেখাতে না পারায় ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানকালে কুলাউড়া থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com