যুবদল নেতা জগলুল হক মতিনের মৃত্যুতে শোক বার্তা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের বেকামুড়া গ্রাম নিবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য জগলুল হক মতিন বিগত ২২/০৬/২০২০ইং তারিখে সন্তাসী হামলার স্বীকার হয়ে গুরুতর আহত অবস্থায় সিলেট আল-রাইহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন।
তাহার মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং জনাব জগলুল হক মতিন এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারী সন্ত্রাসীদের অতিসত্তর গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন