রাজনগরের কুশিয়ারায় নৌকা বাইচ

September 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ “কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে ময়ূরপখি নায়”। বৈঠায় ঠান দিয়ে মাঝি মাল্লাদের এমন সূর শুনতে কার না ভাল লাগে। জাদুকরী এমন সূরে সূরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদীতে গ্রাম বালার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতায় গান তুলেন মাঝি মাল্লারা।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়কুড়ি যুব সঘের উদ্যোগে আয়োজিত কুশিয়ারা নদীতে গ্রাম বাংলার ঐতিয্যবাহি নৌকা বাইচ শুরু হয় বিকাল সোয়া ৩টায়। বাইচ এক নজর দেখতে বৃষ্টি উপেক্ষা করে বালাগঞ্জ সদর ও রাধাকোনা গ্রাম, হামিদপুর ও বেড়কুড়ি গ্রামের নদী পাড়ে প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতিতে বাইচটিকে আরো প্রাণবদ্ব করে তুলে। দীর্ঘ বাইচ শেষে নবীগঞ্জ উপজেলার সাজুর তরী প্রথম স্থান অধিকার করে একটি রেফ্রিজারেটর পায়। বালার পবন দ্বিতীয় স্থান অর্জন করে একটি ২১ ইঞ্চি কালার টিভি পায়। তৃতীয় পুরস্কার হিসেবে একটি ১৭ ইঞ্চি কালার টিভি পায় উড়াল পবন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com