রাজনগরে আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আউয়াল কালাম বেগ॥ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারনে দুঃস্থ ভিডিপি সদস্যেদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে মোহাম্মদ সাখাওয়াত হোসেন পরিচালক- ২ আনসার ব্যাটালিয়ান কালাপুর শ্রীমঙ্গল ও জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজারের সার্বিক তত্বাবধানে ৫ মে মঙ্গলবার উপজেলা আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে উপজেলার ৮টি ইউনিয়নের ৩শ দুঃস্থ ভিডিপি পরিবারের মাঝে চাল,ডাল আলু, পেঁয়াজ, তেল, সাবান ও মাক্স সহায়তা প্রদান করা হয়। উক্ত খাদ্য ও ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নিযুক্ত রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, মোঃ রেজাউল ইসলাম সহকারী জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার, শামসুন নাহার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত), রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা প্রশিক্ষক রাকিবুল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন দলনেতা দলনেত্রী ও আনসার কমান্ডার বৃন্দ।
মন্তব্য করুন