রাজনগরে ইউএনও, ডাক্তার, ব্যাংক কর্মকর্তা সহ ৭ জনের করোনা আক্রান্ত সনাক্ত

শংকর দুলাল দেব॥ রাজনগরে আরো ৭ জনের শরীরে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। ৩০ জুন মঙ্গলবার রাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, শেরেবাংলা নগর, ঢাকায় স্থাপিত পিসিআর ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে মৌলভীবাজার সিভিল সার্জনকে এ ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাঠালে পরদিন ১ জুলাই সকালে রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে জানানো হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ।
রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, গত ২৩ হতে ২৮ জুনের মধ্যে রাজনগর থেকে মোট ৫৪ জনের নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, শেরেবাংলা নগর, ঢাকায় স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত ৩০ জুন রাতে মৌলভীবাজার সিভিল সার্জনকে রাজনগরের ৫৪ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভি রিপোর্ট ই-মেইলে পাঠালে পরদিন ১ জুলাই বুধবার রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশকে বিষয়টি জানানো হয়। নতুন আক্রান্তের মধ্যে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (৩২), তার বাসার গৃহপরিচারিকা (৬০), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মহিলা ডাক্তার (২৭), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩৮), অগ্রণী ব্যাংক, মুন্সিবাজার শাখার এক কর্মকর্তা (৩৫), উত্তরভাগ চা’বাগানের এক শ্রমিক (৫০) ও উপজেলার দক্ষিন দাশপাড়া গ্রামের এক যুবক (২৪)। জানাযায়, আক্রান্তদের বাসা-বাড়ি লকডাউন করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব অনুযায়ী নতুন আক্রান্ত ৭ জন সহ রাজনগরে এখন পর্যন্ত ৩ জন ডাক্তার, ৫ জন ব্যাংক এমপ্লোয়ি, উপজেলা প্রশাসনের ২ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৩৫ জন। এছাড়াও অন্য উপজেলার তালিকায় রাজনগরের আরো ৪ জন রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বর্ণালী দাস জানান, রাজনগরের সর্বস্তরের মানুষকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যতায় এ দুর্যোগ মোকাবেলা করা কঠিন হয়ে দাড়াবে। সরকারের যথাযথ নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে কার্যক্রম অব্যাহত আছে।
মন্তব্য করুন