রাজনগরে উপজেলা পরিষদের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান রসিদা জাফর আর নেই

September 20, 2020,

আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম রসিদা জাফর ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মি: সময় সিলেট নিজ বাসায় ইন্তেকার করিয়াছেন। ইন্নালিল্লাহীÑÑÑÑÑরাজিউন। পর দিন শনিবার সকাল  সাড়ে  ১১টার সময় পাটানটুলা তিনির পারিবারিক জানাজার নামাজের স্থানে জানাজার নামাজ অনুষ্টিত হয়।  বাদ যোহর সিলেট হযরত শাহজালাল রাহঃ দরগা শরীপে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্দক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে সহ অনেক আত্বীয় স্বজন রেখেগেছেন। রসিদা জাফরের ছেলে ডাঃ হারুনুর রসিদ সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং  এমএস, এমসিপিএস ইন আই। মেয়ে কানাডা প্রবাসী। তাঁর জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার ধর্মপ্রান মানুষ।  উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী উপজেলা মহিলা আওয়ামীরীগের পক্ষ তেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com