রাজনগরে জাল নোট ও ইয়াবা উদ্ধার : আটক-১

November 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার আকেলের বাজারের একটি দোকান থেকে ৯০ হাজার জাল টাকা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার ১৫ নভেম্বর ধুলিজুরা গ্রামের গেদন মিয়া (৫০) এর দোকান থেকে জাল টাকা ও ইয়াবা উদ্ধার করে রাজনগর থানা পুলিশ। জাল টাকা ও ইয়াবা সংঙ্গে জড়িত সন্দেহে গেদন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে
রাজনগর থানার অফিসার ইনর্চাাজ আবুল হাসেম জানান, রবিবার দুপুরে লোক মারফত পুলিশ খবর পায় আক্কেলের বাজার গেদন মিয়ার দোকানে কিছু জাল টাকা ও কয়েকটি পোতলা পড়ে আছে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে জাল ১ হাজার টাকার নোটে ৯০ হাজার টাকা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় দোকান মালিক গেদন মিয়া ও তার ভাই পারভেজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে গেদন মিয়াকে পুলিশ গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com