রাজনগরে ব্যাংক কর্মকর্তা সহ ২ জন করোনা আক্রান্ত মোট আক্রান্ত ১১

শংকর দুলাল দেব: মৌলভীবাজারের রাজনগরে আরো ২ জনের শরীরে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ও ১ জন মহিলা রয়েছেন। বৃহস্পতিবার ১১ জুন সকালে রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিয়ষটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, রাজনগরে আরো ২ জনের শরীরে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ও ১ জন মহিলা রয়েছেন। ১০ জুন রাতে ঢাকা আইইডিসিআর থেকে রাজনগরের আরো ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন ১১ জুন রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জানাযায়, নতুন আক্রান্তের ২ জনের মধ্যে সোনালী ব্যাংকের কর্মকর্তার বাড়ি উপজেলার কামারচাক ইউনিয়নের খাসপ্রেমনগর গ্রামে। অন্যজন উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা। করোনা পজিটিভ হওয়ার পর বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এনিয়ে রাজনগরে মোট করোনা রোগীর সংখ্যা ১১ জন। এর আগে গত ৪ এপ্রিল উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের সানচু মিয়া (৪৫) নামে একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। গত ২৪ এপ্রিল উপজেলার খারপাড়া গ্রামে ১ জন এবং গত ৯ মে রাজনগর থানার পুলিশের এস.আই, ২১ মে রাজনগর থানার আরেক এসআই ও ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, ২৫ মে খারপাড়া গ্রামে এক মহিলা, ৮ জুন উপজেলার বড়দল গ্রামে স্বামী-স্ত্রী ২জন, একই তারিখে উপজেলার বানারাঐ গ্রামে ১ জন করোনা আক্রান্ত সনাক্ত হন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বর্ণালী দাস জানান, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম অব্যাহত আছে। প্রায়শই মাইকিং করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিরলস প্রচেষ্ঠা চালানো হচ্ছে। তবে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
মন্তব্য করুন