রাজনগর উপজেলার শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন
October 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলায় আয়োজিত শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান ।
২৪ অক্টোবর শনিবার এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার মামুনুর রশীদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনগর ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
মন্ডপ পরিদর্শনকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় উৎসব পালনে অনুরোধ করা হয় এবং জেলা প্রশাসন, মৌলভীবাজার এর পক্ষ থেকে পূজা উদযাপন সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন