রাজনগর উপজেলা নির্বাচনে চেরম্যান পদে প্রার্থী হচ্ছেন এ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী

ইমাদ উদ দীন॥ প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। এ উপলক্ষ্যে তিনি তার নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে গণসংযোগ চালাচ্ছেন। রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে সবার প্রিয় ও সজ্জ্বন ব্যক্তি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাকে স্বাগত জানাচ্ছেন নিজ নির্বাচনী এলাকার ভোটার ও জনগণ। গেল কয়েক মাস থেকে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ কালে স্থানীয় ভোটাররা তাকে আশ্বস্ত করে অনুপ্রাণিত করছেন। গণসংযোগ কালে তিনিও স্থানীয় সর্বশ্রেণী ও পেশার মানুষের দোয়া,আর্শিবাদ,পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি তাকে বিজয়ী করতে ভোটও চাইছেন। তিনি উন্নয়নের বিষয়ে স্থানীয় ভোটার ও জনসাধারণকে প্রতিশ্র”তি দিয়ে বলেন ছাত্রজীবন থেকে আমি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করছি। আপনাদের মহামূল্যবান ভোটে আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে অবহেলীত ও উন্নয়ন বঞ্চিত এই উপজেলার সার্বিক উন্নতি ও উন্নয়নে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে একজন নিবেদীত প্রাণ কর্মী হয়ে কাজ করব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন