রাজনগর ডোবা থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

শংকর দুলাল দেব॥ মৌলভীবাজারের রাজনগরে এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশের ধারণা, মৃতদেহটি ৪/৫ দিন আগের। ২২জুন সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম বেড়কুড়ি মোল্লাবাড়ি জামে মসজিদের পাশের ডোবা থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ফতেপুর ইউনিয়নের পশ্চিম বেড়কুড়ি মোল্লাবাড়ি জামে মসজিদে ২২ জুন সোমবার কাজ করছিলেন শায়েস্তা মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রী। দুপুর ২টার দিকে মসজিদের অদূরে কামাল উদ্দিনের টঙ দোকানে পান কিনতে গিয়ে পচা গন্ধ পান। প্রথমে বিষয়টিকে তারা গুরুত্ব দেননি। বিকেল সাড়ে ৪ টার দিকে বৃষ্টির পর গন্ধের তীব্রতা বেড়ে গেলে স্থানীয় লোকজন আশেপাশে গন্ধের উৎসের খোঁজ করেন। এক পর্যায়ে মসজিদের উত্তর পাশে একটি ডোবায় কচুরিপানার ফাঁকে কিছু একটা পড়ে থাকতে দেখেন। তারা কাছাকাছি গিয়ে নিশ্চিত হন এটি মানুষের মৃতদেহ। পরে রাজমিস্ত্রী শায়েস্তা মিয়া স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক টিটুকে বিষয়টি জানান। ওই ইউপি সদস্য রাজনগর থানায় খবর দিলে ওসি (তদন্ত) মো. আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১০ টার দিকে জেলা পুলিশের এডিশনাল এসপি জিয়াউর রহমান ও রাজনগর থানার ওসি মো. আবুল হাসিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মৃতদেহ সেখান থেকে মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির পড়নে শুধু লুঙি ও গলায় তাবিজ ছিল। এ সময় মৃত দেহের পাশে থেকে একটি ছাতা ও একজোড়া স্যান্ডেল আলামত হিসেবে উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে। পানিতে থাকায় দেহ ফুলে পচে গেছে। মৃত দেহ মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন