রাজনৈতিক সম্প্রীতির প্রাণপুরুষ ছিলেন আজিজুর রহমান-পৌর মেয়র ফজলুর রহমান

September 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনৈতিক সম্প্রীতির প্রাণপুরুষ ছিলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। কোন কারণে অন্য দলের সাথে সংঘাতময় পরিবেশ তৈরী  হলে তিনি সবাইকে ডেকে সমাধান করে দিতেন। মৌলভীবাজারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর মৃত্যুতে বাংলাদেশ  মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার  উদ্যোগে  আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন মৌলভীবাজার  পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আরো বলেন, আজিজ ভাই ছিলেন মৌলভীবাজারের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আপন জন। মৌলভীবাজারের রাজনীতির মুল কেন্দ্র বিন্দু। তিনি নির্লোভ ও নিরঅহংকারী মানুষ ছিলেন। ৩ বার এম পি হওয়ার পরও ট্যাক্স ফ্রি গাড়ী নেন নি। কারো জন্য কখনোই  অনৈতিক কোন তদবির করতেন না।

১ সেপ্টেম্বর মঙ্গলবার  বিকেলে  মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি বেলাল তালুকদার এর  সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক এম. এ কাইয়ুম সুলতান এর সঞ্চালনায় অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ  সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, সাপ্তাহিক আমাদের বাংলা কাগজ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের মৌলভীবাজার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সাপ্তাহিক দেশ পক্ষ পত্রিকার সম্পাদক মৌসুফ এ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা ও আজীবন উপদেষ্টা শ. ই. সরকার জবলু, অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রাজ,  মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তাজুদুর রহমান, সহ সভাপতি পিন্টু দেব নাথ,  সহসভাপতি সুধাংশু শেখর হালদার, সাংগঠনিক  সম্পাদক রোমান আহমদ, সাংবাদিক ও সমাজকর্মী এম এ সামাদ,  এ সপ্তাহের মৌলভীবাজার এর পরিচালক  সোহেল আহমেদ, রুবেল আহমদ ও  মোঃ জসিম উদ্দিন  প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সুলতানুল ইসলাম,  মোঃ আবুল কালাম, মোঃ মেরাজ আলী,  এমরান খান, মীর রোমানা আক্তার শিপা, রিপন মিয়া, জাফর আহমদ, আহাদ আহমদ, জামিল হোসেন প্রমুখ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ক্কারী জুবায়ের আহমেদ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। সভা শেষে  উনার আত্মার  মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com