রায়হান হত্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

October 22, 2020,

স্টাফ রিপোর্টার পুলিশী হেফাজতে নিরীহ যুবক রায়হান হত্যা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তাবৃন্দ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধে ব্যর্থতা এবং দেশব্যাপী ধর্ষণ-ব্যভিচার রোধে ব্যর্থতার জন্য সরকারকে দায়ি করে বলেন জনগণের কাছে জবাবদিহিতা থাকলে এসব নিয়ন্ত্রণে সচেষ্ট হতো। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাব রয়েছে বলে তারা মন্তব্য করেন।

২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শহরের চৌমুহনাতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। খেলাফত মজলিসের নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলালের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি সৈয়দ সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা কাজী এনামুল হক,মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক,সহ-সেক্রেটারি হাফিজ মাহফুজুল ইসলাম,মৌলভীবাজার শহর সভাপতি কাজী হারুনুর রশিদ, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকবাল হুসাইন কয়ছর,জেলা তথ্য ও গবেষণা সম্পাদক এম.এম.আতিকুর রহমান,জেলা নির্বাহী সদস্য ফয়সল আলম স্বপন, বাংলাদের ইসলামি ছাত্র মজলিসের মৌলভীবাজার শহর সভাপতি হাসান আহমদ খান ও সেক্রেটারি শিহাব উদ্দীন,জেলা অফিস ও প্রচার সম্পাদক আনিসুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com