রেডিও পল্লীকণ্ঠে আইন ও জীবন এর বিশেষ পর্ব অনুষ্ঠিত

February 15, 2021,

স্টাফ রিপোর্টার॥ রেডিও পল্লীকণ্ঠের আইন বিষয়ক অনুষ্ঠান “আইন ও জীবন” এর বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ ফেব্রুয়ারি বেলা ১২ টা বেজে ২০ মিনিটে রেডিও পল্লীকণ্ঠের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি। রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এর জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক ও বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ্যাডভোকেট একরামুল হক, হাবিবুর রহমান চৌধুরী উপপরিচালক, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সরকার হাসান শাহরিয়ার। অনুষ্ঠানে আইন বিষয়ে আলোচনা করা হয় এবং সরাসরি ফোনকলের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা শ্রোতাদের আইন বিষয়ক প্রশ্নের উত্তর প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com