রেষ্টুরেন্টের খাবারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনায় দূর্গন্ধ ছড়াচ্ছে

স্টাফ রিপোর্টার॥ ময়লা-আবর্জনা ফেলার জন্য মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিকের বেশ কিছু অস্থায়ী ডাস্টবিন দেয়া হয়েছে। রাস্তার পাশে শহরের বিভিন্ন স্থানে বসানো ডাস্টবিন গায়ে ‘আমাকে ব্যবহার করুন’ এবং ‘ডাস্টবিন’ লেখা রয়েছে। কিন্তু সে দিকে কেই নজর না দিয়ে যত্রতত্র রেষ্টুরেন্টে খাবারের উৎচিষ্ট ময়লা আবর্জনা ফেলে দিচ্ছেন। এতে করে প্রতিদিন শহরের সুন্দর্য ও পরিচ্ছনত্না নষ্টের পাশাপাশি দূর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে।
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের চৌমুহনা এলাকার কয়েকজন ব্যবসায়ী মুঠোফোনে অভিযোগ করেন, বিনা হোটেল (আবাসিক) ২য় তলায় অবস্থিত খাবার রেষ্টুরেন্ট রয়েছে। ওই রেষ্টুরেন্টে খাবারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা রাতে হোটেলের সামনে ডাস্টবিন থাকা সত্তেও রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। ময়লা আবর্জনা খেতে কুকুর দল বেদে আরো এলোমেলো করে ছিটিয়ে দেয়। এতে করে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনায় পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এবিষয়ে মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন বিষয়টি আমার জানা আছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন