শহরের বেরিরপার থেকে জাল টাকাসহ আটক-১
May 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহর থেকে জাল টাকাসহ আহমদ আলী (৩৫) কে আটক করেছে পুলিশ।
৯ মে শনিবার দূপুরে শহরের বেরিরপার এলাকা থেকে তাকে আটক করা হয়। আহমদ আলী মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদিমন্তপুর গ্রামের দিদার মিয়া ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার কাছ থেকে এক হাজার নোট ২টা ও পাঁচশত নোট ২টাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন