শহরে ছাত্রলীগের শোক র্যালী
August 29, 2018,

আশরাফ আলী॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক র্যালী করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।
বুধবার ২৯ আগস্ট বিকেলে শোক র্যালীটি মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা দরগায় গিয়ে শেষ হয়। শোক র্যালীতে এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল হোসেন আমিন, সহ-সভাপতি শেখ আব্দুস সামাদ আজাদ, তারেক হাসান, অমিত রয়, সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পিকলু চন্দ্রকর, মেহের হোসেন জাকের ও সাংগঠনিক সম্পাদক রাজিব আহমদ।
পরে দরগা মসজিদে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দরগা মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ।
মন্তব্য করুন