শারদীয় দূগাপূজা উপলক্ষে শিশুদের মাঝে কাপড় বিতরণ
October 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ আলো দিশারী পাঠাগার পক্ষে থেকে শারদীয় দূগাপূজা ২০২০ উপলক্ষে শিশুদের আনন্দ দেয়ার ক্ষুদ্র প্রয়াস নেয়া হয়।
এ উপলক্ষে ২১ অক্টোবর রাজনগরের কয়েটি এলাকার শিশুদের মাঝে কাপড় বিতরণ এর আয়োজান করা হয়। আলোর দিশারী পাঠাগার ও হিমু পরিবহণ রাজনগর কাউন্টার এর কর্ণধার তামান্না রহমান শিশুদের মাঝে কাপড় বিতরণ করেন। এসময় তার বাবা আব্দুস সোবহান পাশে থেকে মেয়েকে উৎসাহ প্রদান করেন।
তামান্না জানান, অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন ও শিশুরা নতুন কাপড় পেয়ে আনন্দিত হয়েছে। প্রতি বছর ধরনের কাজ করতে পারেন সে জন্য সকলের কাছে প্রত্যাশা বরেন।
মন্তব্য করুন