শোকের মাসে বঙ্গবন্ধু অলিম্পিয়াড-৩ এর চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
August 31, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে (নতুন ভবন) শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী আয়োজিত বঙ্গবন্ধু অলিম্পিয়াড-৩ এর চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩১ আগস্ট বুধবার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), সিলেট বিভাগ, সিলেট, ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: জাকারিয়া , জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, মৌলভীবাজার সরকারী করেজের অধ্যাপক মো: আজিজুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন