শ্রাবণের ঝমঝম

June 10, 2020,

সায়েক আহমদ॥

শ্রাবণের
ঝমঝম
নেই
তার
কোন
দম-
দিন
নেই
রাত
নেই
ঝরছেই
ঝরছে,
রিমঝিম
রিমঝিম
পড়ছেই
পড়ছে।
আজ
যেন
আকাশের
বুক
ফেটে
চৌচির,-
তাই
তার
কান্নায়,
ধরণীর
সারা গা
ধুয়ে মুছে
একাকার
ভাসছেই
ভাসছে-
রিমঝিম
রিমঝিম
পড়ছেই
পড়ছে।
আজ
যেন
আকাশের
কান্নার
জল
দিয়ে,-
ধরণীর
সারা
গার,
ময়লা
সব
আর-
হিংসা
বিদ্বেষ
ধুয়েমুছে
একাকার
হচ্ছেই
হচ্ছে,-
রিমঝিম
রিমঝিম
পড়ছেই
পড়ছে।
শ্রাবণের
ঝমঝম
নেই
তার
কোন
দম-
দিন
ভর
রাত
ভর
ঝরছেই
ঝরছে,
রিমঝিম
রিমঝিম
পড়ছেই
পড়ছে।

[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com