শ্রীমঙ্গলের কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

November 10, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গল কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

১০ নভেস্বর বুধবার সকালে বিদ্যালয়ের অডিটরিয়ামে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আছাদুজ্জামানের সভাপতিত্বে ও প্রাধান শিক্ষক  নোমান আহমদের সঞ্চালনায় শিক্ষার্থীদের জন্য শুভকামানা ও পরীক্ষার কলা কৌশল নিয়ে বক্তব্যদেন সহকারী শিক্ষকরা। এ সময়  বিদ্যালয় পরিচারনা পরিষদের সদস্য মো. আবু সুফিয়ান ও মো. আব্দুল কায়ূম ভূইয়াসহ অনান্য অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক পরীক্ষার্থীদের মধ্যে কলম, স্কেল, ফাইল, কাট পেন্সিল, কাটার ও এডিমিটকার্ডসহ পরীক্ষার সামগ্রী তুলে দেয়া হয়। প্রধান শিক্ষক নোমান আহমদ জানান, আগামী ১৪ ডিসেম্বর এস এস সি পরীক্ষায় তাদের বিদ্যালয় থেকে ১৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষায় যাতে শিক্ষার্থীরা ভালো করে তাই অভিভাবকসহ শিক্ষার্থীদের ডেকে পরামর্শসহ তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। তিনি জানান, পরীক্ষার পূর্ব পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষার্থীদের যোগাযোগ ও শিক্ষামূলক পরমর্শ অভ্যাহত রাখবেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com