শ্রীমঙ্গলের রেল শ্রমিকদের মানববন্ধন

June 27, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ রেলওয়ের এস এস এই/ওয়ে শ্রীমঙ্গল এর অধীনে স্থায়ী ও অস্থায়ী ওয়াম্যান (টি এল আর) অস্থায়ী চাকুরীজীবীদের স্থায়ীকরনের দাবীতে রেল শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  ২৭ জুন ১১টার শ্রীমঙ্গল রেলস্টেশন প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশ রেলওয়ের এস এস এই/ওয়ে শ্রীমঙ্গল এর অধীনে স্থায়ী ও অস্থায়ী ওয়াম্যান (টি এল আর) হিসেবে  ৪/৫ বছর ধরে  সততার সহিত পি ওয়ে রক্ষণা-বেক্ষণ এর কাজ করছে এই শ্রমিকরা। তাদের ৪/৫ বৎসরের দক্ষতা ও অভিজ্ঞতা থাকার পরও গত ২জুন ২০১৯ প্রকাশিত ১১১৩জন ওয়েম্যান পদে পরীক্ষা দেওয়ার পরেও এই শ্রমিকদের ফলাফলে অস্ত্র অস্তর্ভুক্ত করা হয়নি।

বক্তারা জানান, মহাপরিচালকের কার্যালয় বাংলাদেশ রেলওয়ে  সংস্থাপন – ৩ শাখা রেলভবন, ঢাকা এর উপ-পরিচালক/ ই-৩ (চঃদঃ) কামাল শেখ এর স্বাক্ষরিত ০৩/১২/২০১৭ইং তারিখে সূত্রঃ জিএম/ পৃর্বের পত্র নং- এল ও/ই/১৪/এইচ সি- ডারিউপি/১২ ( সার্ভিস) তারিখ: ৩০/১২/২০১৭ইং এর মতে বর্ণিত  অবস্থায় টিএলআর বিষয়ে মহামান্য হাইকোর্ট বিভাগের অভিপ্রায় ও নির্দেশনা,প্যানেল আইনজীবী বাংলাদেশ রেলওয়ে মতামত ও পরিষদ বিভাগের সরকারি আদেশের প্রেক্ষিতে টিএলআর/ অস্থায়ী শ্রমিকদের অস্থায়করণের  কার্যকারী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশনানুসারে শ্রমিকদের চাকরি স্থায়ী করার  জন্য আবেদন করছেন শ্রমিকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম মো. আবুল হোসেন, মো. বাবলু মিয়া, মো. সিরাজ মিয়া, মো. শিপন মিয়া,মো হানিফ মিয়া,মো নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com