শ্রীমঙ্গলে অনলাইন স্কুলের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়েছে। “আমার ঘরে আমার স্কুল” এই স্লোগানকে সামনে রেখে অনলাইনে স্কুলের উদ্বোধন করা হয়।
বুধবার ১ জুলাই দুপুরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই অনলাইন স্কুলের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় মাধ্যমিক শিক্ষা উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, মৌলভীবাজার ক্যাবল সিস্টেমের (এমসিএস) চেয়ারম্যান শওকত হাসান খান এলিন, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত ইমা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এই অনলাইন স্কুল সরকারের আমার ঘরে আমার স্কুল কার্যক্রমকে আরও বেগবান করবে। তিনি আরও বলেন অনলাইন স্কুলের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।
মন্তব্য করুন