শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে নিখোঁজ শ্রবণ প্রতিবন্ধী সাথী বেগম
September 19, 2023,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল লালবাগ এলাকার শ্রবণ প্রতিবন্ধী ও সহজ সরল সাথী বেগম এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। সোমবার ১১ সেপ্টেম্বর সে নিখোঁজ হয়।
সে শ্রীমঙ্গল লালবাগ এলাকার দিনমজুর মো. মিজাজ উল্লার মেয়ে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার মা আইরুল নেছা। ডায়রি নং ৮৮৩ /১৩-০৯-২০২৩ ইং।
জানা যায়, হারিয়ে যাওয়ার দিন ওই কিশোরীকে শ্রীমঙ্গল রাধানগর এলাকায় একা ঘুরতে দেখেছেন এলাকাবাসী। যদি কোন ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন।
তাহলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন। মোবা: ০১৩২৬৯৮০৩৮১/০১৩২৬৯৮০৩৭৪
মন্তব্য করুন