শ্রীমঙ্গলে এমসিডা-আলোয় আলো’র কর্মশালা অনুষ্ঠিত

October 30, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে ডেভেলপ এওয়ার্নেস, এডভোকেসি ও কমিউনিকেশন ম্যাটেরিয়ালস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীমঙ্গল শহরের হোটেল গ্র্যান্ড তাজ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা এমসিডা’র আয়োজনে ও  এডুকো’র সহযোগিতায় এবং চাইল্ড ফান্ড কোরিয়া’র অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় কর্মশালায় স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্ধোধন করেন বেসরকারি সংস্থা এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন।

উপস্থিত ছিলেন এমসিডা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক, আইডিয়া’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আমিনুর রহমান, প্রচেষ্টার প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহিদুর রহমান,  বিটিএস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর চাদনী রায়, এডুকো’র মনিটরিং অফিসার কমল কৃষ্ণ রায়, ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা মো. রুবাইয়াত ফেরদৌস, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, সুপ্রভাত উন্নয়ন সং¯হার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব প্রমুখ।

কর্মশালায় শিশুর বিকাশ ও শিশু শিক্ষা, স্বা¯হ্য ও পুষ্টি, শিশুর সুরক্ষা, দুর্যোগ ও স¤পদ ব্যবস্থা পনা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আলোকপাত করেন আলোয় আলো প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক।

পরে অংশগ্রহণকারীরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় কাজে অংশ নেন এবং উপরোক্ত বিষয়গুলোর ওপর সুপারিশ ও স্লোগান তৈরি করেন। যা দিয়ে পরবর্তীতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিলবোর্ড, ব্যানার, পোষ্টার, প্যানাপ্লেক্স, লিফলেট তৈরি করা হবে।

কর্মশালায় ডিজাইনার, আর্টিস্ট, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,আলোয়-আলো প্রকল্পের সমন্বয়কারীসহ ২৫ জন অংশগ্রহণ করেন। কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন এমসিডা’র প্রজেক্ট অফিসার মো. ওসমান গনী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com