শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন কানু দাশ

July 3, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের রুপসপুর এলাকায়  করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন কানু দাশ (৬০) নামে  আরেক কাপড় ব্যবসায়ী। শুক্রবার ৩ জুলাই সকালে তার মৃত্যু হয়। তার সৎকারের দ্বায়িত্ব নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা  থেকে গঠন করা হিন্দু সৎকার কমিটি। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয় বলে জানান, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা  ডাঃ সাজ্জাদ আহমদ চৌধুর।

করোনা কালীন সময়ের জন্য গঠিত হিন্দু সৎকার কমিটির সদস্য সুদীপ দাশ রিংকু জানান, তারা স্বাস্থ্য বিধি মেনে শ্রীমঙ্গল পৌর শশানে সৎকার করছেন।

মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫’শ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২১৫ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় রিপোর্ট আসতে সপ্তাহ থেকে দশ দিন লেগে যাচ্ছে। এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৪’শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com