শ্রীমঙ্গলে করোনা রোগীর বাড়িতে উপহার নিয়ে গেলেন ইউএনও
June 27, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলাধীন কালাপুর ইউনিয়নের মাইজডিহি এলাকায় করোনায় আক্রান্ত একজন হতদরিদ্র ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেক প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী ও নগদ ৩ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করা হয়েছে। ২৪ জুন বুধবার কোরোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে এসব উপহার পৌঁছে দেয়া হয়েছে। পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ওই ব্যক্তিকে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম রোগীর বাড়িতে গিয়ে এসব উপহার দিয়ে আসেন। এসময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। এসময় তারা করোনোয় আক্রান্ত ব্যক্তিকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশ দেন। এছাড়াও যেকোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তারা।
মন্তব্য করুন