শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে আহত ২০

October 29, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে ২০ জনের অধিক মানুষ আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ২৮ অক্টোবর বিকালে শহরের মিশন রোড, উকিলবাড়ী রোত,ভাড়াউড়া রোড, ষ্টেশন রোড, পোস্ট অফিস রোডসহ বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫জন পথচারিকে কামড়ে দেয় কুকুরটি। কুকুরের কামড়ে আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। আক্রান্ত কয়েকজন জানান, হঠাৎ করে বেপরোয়া একটি লাল-সাদা মিশ্রিত বাদামি কুকুর মানুষের উপর আক্রমন করে। এর পর কুকুরটি একে একে পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রায় ২০/২৫ জনকে কামড়ে আহত করে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রাণি সম্পদ বিভাগ শহরের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক প্রচারনা চালায়।
এসময় উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন,আগামীকাল সকাল ১০টা থেকে কুকুরের কামড়ে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্স ভ্যাকসিন দেওয়া হবে। আক্রান্ত সকলকে হাসপাতালে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করতে করতে পরামর্শ দেন। এছাড়াও কুকুরটিকে দেখামাত্র প্রাণি সম্পদ কর্মকর্তাকে জানাতে বলা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com