শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরষ্কার বিতরনী ২০১৯ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার রামনগর এলাকায় স্টাডি হেল্প কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমীর আয়োজনে এবং সেন্টারের পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ট্যুরিষ্ট পুলিশ মৌলভীবাজার জোনের সাব ইন্সপেক্টর মোঃ নোয়াব আলী, আশিদ্রোণ ইউনিয়নের মহিলা সদস্য জয়া শর্মা, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মোজাহির, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শিমুল তরফদার, আনন্দ টিভি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি তোফায়েল পাপ্পু।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এবং বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এবং উপস্থিত অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
মন্তব্য করুন