শ্রীমঙ্গলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

August 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ খেলতে গিয়ে পানিতে ডুবে ২ বছরের একশিশুর মৃত্যু হয়েছে শ্রীমঙ্গলে।
শুক্রবার ৬ আগস্ট বিকেল পাঁচটার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের ভুড়ভূড়িয়া চা বাগানে ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম অনু রাজগড় (২) তার পিতার নাম সুরুজ গড়।
শিশুর প্রতিবেশী রাজেশ ভৌমিক জানান, অনু রাজগড় দুপুর তিনটার দিকে খেলতে বাড়ীর পাশের একটি মাঠে যায়, বিকেল পাঁচটার দিকেও ঘরে না ফেরায় খোঁজাখুজি শুরু হয়। পরে নিহত শিশুটিকে মাঠের পাশের ভুড়ভূড়িয়া ছড়া থেকে উদ্ধার করা হয়।
ভুড়ভূড়িয়া ছড়া থেকে উদ্ধারের পর শিশুটিকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে নিহতের স্বজনরা শিশুটিকে শহরের একটি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি করাতে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসিজির রিপোর্ট দেখে বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com