শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের সাথে সম্প্রীতি বাংলাদেশ’র মতবিনিময়

October 8, 2018,

বিকুল চক্রবর্তী॥ গাহি সাম্যের গান” এই শ্লোগানকে ধারণ করে সম্প্রীতি বাংলাদেশ’র উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 ৬ অক্টোবর শনিবার রাত ৯টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন দেশের খ্যাতনামা নাট্যজন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযুষ বন্ধোপাধ্যায়।

প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কবি সৌমিত্র দেব টিটু, ড. সাজেদুল আওয়াল, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, শিমুল তরফদার, এসকে দাশ সুমন প্রমুখ।

সম্প্রতি বাংলাদেশ এর আহব্বায়ক নাট্যজন পীযুষ বন্ধোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, কাজ ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া যায়না। কাজের মাধ্যমেই এগিয়ে যেতে হবে। আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যেতে সম্প্রীতির বিকল্প নেই। মানুষে মানুষে সম্প্রীতি বিরাজমান থাকলে দেশে বিগত সময়ে যে অঘটন ঘটে গেছে তা ঘটতো না। তাই আমরা চাই মানুষে মানুষে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে সামনের দিকে।

এ সময় তিনি সাংবাদিকদের সম্প্রীতি বাংলাদেশ উদ্দেশ্য সফলে সহায়তার আহব্বান রাখেন।

তিনি বলেন, আমাদের রযেছে হাজার বছরের সংস্কৃতি সম্প্রীতির ইতিহাস। এই সম্প্রীতির বন্ধনে ব্রিটিশরাই নিজেদের স্বার্থে কৌশলে হিন্দু-মুসলমানের মাঝে বিভেদ সৃষ্টি করে তারা ফাঁয়দা হাসিল করে। এই বিভেদের মর্মমূলে আঘাত করে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭১’র আহবানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাসের বীজ বপন হয়। তিনি আরো বলেন নতুন প্রজন্মকে আমাদের পথচলার ইতিহাস জানানো এবং জাতিভেদ প্রথা ভুলে পারস্পারিক সম্প্রীতির বন্ধনে বাংলাদেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সম্প্রীতি বাংলাদেশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com