শ্রীমঙ্গলে ‘চা উৎপাদন ও প্রক্রিয়াকরনে নিরাপদতা নিশ্চিতকরণ শীর্ষক’ সেমিনার

January 9, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ‘চা উৎপাদন ও প্রক্রিয়াকরনে নিরাপদতা নিশ্চিতকরণ শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারী রোববার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হল রুমে খাদ্য মন্ত্রনালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (খাদ্য ভোগ ও ভোক্তা অধিকার) এর সদস্য (যুগ্ম সচিব) মো. রেজাউল করিম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপত্বিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মঞ্জুর মোর্শেদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহা: শামছুল আরেফিন ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চা গবেষনা ইন্সটিটিউট (বিটিআরআই) উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাসুদ রানা।
এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরফিন, বৈজ্ঞানিক কর্মকর্তা শওকত হোসেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ টি প্লার্ন্টাস এন্ড টেডাস এসোসিয়েশনের পরিচালক জহর তরফদার, সাংবাদিক বিকুল চক্রবর্তী, বাংলাদেশ প্রতিদিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টচার্য লিটন, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার প্রমুখ।
এ ছাড়াও সেমিনারে বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, চা পাতা বিক্রেতা, গণমাধ্যমকর্মী ও চা সংশ্লিষ্ট ব্যাক্তিসহ ৫০ জন মানুষ অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com