শ্রীমঙ্গলে ছাত্র ইউনিয়নের সমাবেশ থেকে আদিবাসীদের সুরক্ষার দাবী

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ছাত্র ইউনিয়নের প্রতিবাদী মানববন্ধন থেকে দেশের আদিবাসীদের সুরক্ষা দাবী করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শ্রীমঙ্গল উপজেলা সংসদ। শনিবার ৪ সেপ্টেম্বর সকালে শ্রীমঙ্গল উপজেলা শহরের চৌমুহনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকারের অব্যবস্থাপনার জন্য এদেশের আদিবাসীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাধীনতার ৫০ বছরে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে তাদের নিজ ভূমি থেকে।
মুজিব শতবর্ষে কুলাউড়ায় আদীবাসীদের প্রতি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আচরন রহস্যজনক এটা অবশ্যই সরকারকেই জবাবদিহি করতে হবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি, প্রশান্ত কৈরির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আদি সরকার রনির সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক, প্রভাষক জলি পাল, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূঁইয়া, করোনামুক্ত শ্রীমঙ্গল চাই এর সংগঠক প্রীতম দাশ, লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন এর যুগ্ম আহ্বায়ক এস কে দাশ সুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ এর সভাপতি ও কেন্দ্রীয় সদস্য পিনাক দেব, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সহ সভাপতি তপন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ, ছাত্র ইউনিয়ন কুলাউড়া উপজেলা সংসদ এর সভাপতি সামিন তালুকদার, কমলগঞ্জ উপজেলা সংসদ এর সভাপতি সামায়েল রহমান, সাধারণ সম্পাদক মিঠুন উড়াং, শ্রীমঙ্গল উপজেলা সংসদ এর কোষাধ্যক্ষ স্বাধীন দেব, খাসি স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক লেনছার জয় তংপের খাসি স্টুডেন্ট ইউনিয়ন, সিলেট শাখার সভাপতি এলিজ্যাক তাংসং,শ্রীচুক যুব গারো সংগঠন এর উপদেষ্টা স্যামুয়েল জোসেফ,ফরলি নিয়াং, খাসি স্টুডেন্ট ইউনিয়ন এর সদস্য, সেরেনদীপ পামথেত, বিজয় সুছিয়াং, আদিবাসী সংগঠক আপন ওঁরাও প্রমুখ ।
প্রতিবাদী সমাবেশে আদিবাসীদের ৯ দফা দাবীর প্রতি সংহতি জানানো হয়।
মন্তব্য করুন