শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

তোফায়েল পাপ্পু॥ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে চতুর্থবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম। সারা দেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “মুজিব বর্ষের শপার সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্য নিয়ে বৃহ¯পতিবার ২২ অক্টোবর সকাল ১১ টায় শহরের স্টার কমিউনিটি সেন্টারে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়। এবং সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখায় গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ম্যানাজার মো. আজিজুল হক রাজন, ট্রাফিক পুলিশ পরিদর্শক টি.আই মো. আবু সাঈদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত সোহেল রানা, পুলিশ অপারেশন নয়ন কারকুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
এসময় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখায় ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবানে স্বামী নায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী জাহানারা কাঞ্চন। এর পর থেকে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন। নিসচার আন্দোলনের ফল স্বরূপ ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ওই বছর থেকেই বাংলাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে আসছে।
মন্তব্য করুন