শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত : প্রায় এক লক্ষ ষাট হাজার লিটার জ্বালানী তেল ভেসে গেল

November 7, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বেলা সোয়া ১২টা থেকে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে এ ঘটনায় তিনটি তেলের লড়ি উল্টে প্রায় ১ লক্ষ ৬০ হাজার লিটার পেট্টল, ডিজেল ও কেরেসিন ভেসে গেছে। নষ্ট হয়ে গেছে প্রায় আধা কিলো রেল ও রেলের স্লিপার।
শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন জানান, বেলা সোয়া ১২টার দিকে শ্রীমঙ্গল সাতগাও রেলওয়ের স্টেশেনের অদুরে চাঁন মারী নামক স্থানে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ৯৫১ নং তেলবাহী ট্রেনটির ৪টি বগি, ১টি পাওয়ারকার ও পেছনে থাকা ১টি সাহায্যকারী ইঞ্জিন লাইলচ্যুত হয়। এ ঘটনার পর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রেল বিভাগের কুলাউড়া অঞ্চলের সহকারী প্রকৌশলী (লোক) দুলাল চন্দ্র দাশ জানান, ঘটনার পর পরই কুলাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান বেলা ২টার দিকে ঘটনাস্থলে পৌছে ২.১০ মিনিট থেকে কাজ শরু করেছে। অপর দিকে বিকেল পোনে ৫টার দিকে আখাউড়া থেকে মুল উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজে যোগ দিয়েছে।
তিনি জানান, রেল, স্লিপার, কালভার্টসহ বেশ ক্ষতি হয়েছে। সারতে সময় লাগবে।
সরজমিনে দেখাযায় লরি উল্টে গিয়ে বিপুল পরিমান জ্বালানি তেল ভেসে যায়। এ সময় স্থানীয় জনগণকে ভেসে যাওয়া তেল সংগ্রহ করতে দেখা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি খুব দ্রুতগতিতে আসে প্রথমে তেলের লড়ির চাকা লাইন আউট হয়। পরে উল্টে যায়। সাথে সাথে লড়িতে থাকা পেট্রল, ডিজেল ও কেরেসিন পড়তে থাকে। স্থানীয় জনগন নিজস্ব পাত্র নিয়ে তা সংগ্রহ করতে থাকেন।
এ ব্যাপারে মেঘনা পেট্টলিয়ামের ডিভিশনারল ইনচার্য আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় তাদের প্রায় ১লাখ ৬০ হাজার লিটার ডিজেল, কেরেসিন ও পেট্টল ভেসে গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com