শ্রীমঙ্গলে দুর্গা মন্দিরে চুরি

November 2, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে একটি দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। চোরের মন্দিরে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে। এসময় মন্দিরের সিসি ক্যামেরা, মনিটর ভেঙ্গে তছনছ করেছে। মান্দিরে রক্ষিত প্রনামী বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে।

মঙ্গলবার ২ নভেম্বর সকালে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসন্ন শ্যামা পূজার পূর্ব মুহুর্তে এমন চুরির ঘটনায় সনাতনী ভক্ত সমাজের মাঝে আতংক ও ক্ষোভ বিরাজ করছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। খুব দ্রুত চোর দলের সদস্যদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com