শ্রীমঙ্গলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও আলোক প্রজ্জলন

October 7, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবীতে বিক্ষোভ মিছিল ও ‘‘আলোক প্রজ্জলন’’ করা হয়েছে।
বুধবার ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দাসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি খসরুল আলম কয়েস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশাহিদ চৌধুরী, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহারাজ আশীষ, কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব আকিফ প্রমুখ।
এসময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা। মিছিলটি চৌমুহনা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের হবিগঞ্জ রোড, ষ্টেশন রোড, মৌলভীবাজার রোড প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনায় এসে শেষ হয়। এতে শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীসহ অন্যান্য সদস্যরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com