শ্রীমঙ্গলে পিএফজির সম্মিলিত কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ মে সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গলের অভিজাত রেস্টুরেন্ট গ্র্যান্ড তাজ-এ এ সভা অনুষ্ঠিত হয়।
পিএফজির উপদেষ্টা ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং পিএফজি শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর মোহাম্মদ নাজমুল হুদা, ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
বক্তব্য রাখেন, স্থানীয় পিএফজি অ্যাম্বাসেডর জহির আহম্মদ শামীম, কাজী আসমা, হাজি এলেমান কবীর, সাবেক জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, আশিদ্রোন ইউনিয়নের সদস্য মকসুদুর রহমান, ফারিয়া সভাপতি দেবব্রত হাবুল, শিক্ষিকা নাজমুন নাহার লাভলি ও রিনা মজুমদার,
আন্তঃধর্মীয় সংলাপ কমিটির সদস্য মাওলানা এম এ রহিম নোমানি, সাংবাদিক রুবেল আহমেদ ও নূর মোহাম্মদ সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন দীপশিখা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আফরিন রোজ, সমাজকর্মী মো. ছায়ফুর রহমান, পল হ্যারিস রোটারি স্কুলের শিক্ষিকা নাফিসা তাবাসসুম এবং উদ্যোক্তা শিরিন আক্তার।
সভায় নারী ফোকাল প্রতিনিধি হিসেবে পিএফজি সদস্য ও উদ্যোক্তা শিরিন আক্তারকে নির্বাচিত করা হয়। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন