শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

September 4, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে এক বছরের সাজা ও পরোয়ানাভুক্ত আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার ৩ সেপ্টেম্বর তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম পাঠান, উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম সঙ্গীয় পুলিশের একটি দল রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের হরিন্দ্র সিং রাউতিয়ার ছেলে তাপস সিং রাউতিয়া, ভাগলপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে জাপান মিয়া ও শহরশ্রী গ্রামের জুনাব আলীর ছেলে মো. রিপন মিয়া। আসামীদের সোমবার ৪ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে কারাগারে হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com