শ্রীমঙ্গলে বিজিবি কতৃক ৪ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস ॥ শিক্ষার্থীদে নিয়ে সভা

August 13, 2018,

বিকুল চক্রবর্তী॥  শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকদ্রব্য ধ্বংস ও শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতা মুলক সভা । বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের ৪৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন ও ৫৫ ব্যাটেলিয়ন ১ জানুয়ারী ২০১৭ থেকে ৩০ জুন ২০১৮ পর্যন্ত মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৪ কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে বলে জানান, বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডর কর্নেল জাহিদ হোসেন।

১৩ আগষ্ট সোমবার দুপুরে শ্রীমঙ্গল শহরের মহসীন অডিটোরিয়ামে ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় মাদক বিরোধী সচেতনতমুলক সভা ও মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ জাহিদ হোসেন।

এ সময় তিনি বলেন, সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবির অতন্দ্র প্রহরীরা এসব মাদক আটক করেন। তবে তিনি বলেন যারা এই মাদকের সাথে জড়িত তারাতো আমাদের সমাজেরই লোক। তাই সর্বপ্রথম সামাজের মানুষকে সচেতন হওয়া দরখার। আর আগামী প্রজন্ম যেন এর প্রভাব মুক্ত থাকে তাই তারা স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।

বক্তব্য রাখেন ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ হায়দার, মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মোঃ মাহাবুবুর রহমান, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, হবিগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ চৌধুরী, মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা সুবোধ কুমার দে,  বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব প্রমুখ।

পরে পৌরসভা প্রাঙ্গনে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ৪ কোটি টাকা মুল্যের দেশী বিদেশী বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী ছাড়াও পৌরসভার চার পাশে বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com