শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এ স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ১ মে সকালে বাস-মিনিবাস, পিকআপ, কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও রিকসা শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সহস্রাধিক সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভার সামনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক মো: মহসিন মিয়া মধু। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: ইয়াকুব আলী।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজন করা হয় বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি এর কার্যনির্বাহ কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ন আহবায়ক তাজ উদ্দিন তাজু, আব্বায়ক কমিটির সদস্য মুসাব্বির আলী মুন্না, উপজেলা যুবদলের আহ্বায়ক ঝাড়ু মিয়া, পৌর যুব দলের আহ্বায়ক সারোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ প্রমূখ।
মন্তব্য করুন