শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
November 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল পৌরসভার ৮ নং ওয়ার্ডের হবিগঞ্জ রোডে অবস্থিত নুর ফুডসের এলাকা থেকে মোঃ সোহেল মিয়া (২৬) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মঙ্গলবার ৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সিরাজুল ইসলাম এবং এএসআই ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালায় ৫৫ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার হয়।
আটককৃত ইয়াবার মূল্য প্রায় ১৬,৫০০ টাকা।ইয়াবা কারবারি মোঃ সোহেল মিয়া উপজেলার জালালিয়া রোড এলাকার মৃত আনিছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন