শ্রীমঙ্গলে ভেজাল মসলা কারখানায় ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

March 9, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আসছে রমজান মাস উপলক্ষে ভেজাল মসলা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন এক শ্রেণির অসাধু মসলা কারবারিরা। এমন একটি মসলা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু ভেজাল মসলা জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ মার্চ শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের আঙুর মিয়ার মসলা মিলে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। মসলায় ভেজাল মিশ্রনের অপরাধে মিল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।

এ সময় প্রায় ৪৫ হাজার টাকার ভেজাল মসলা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত ভেজাল মসলা ধ্বংস করা হয়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার শহরের স্টেশন রোডের ফুটপাত দখল করে থাকা বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com