শ্রীমঙ্গলে রাস্তায় বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগ

May 14, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্বপাড়া পাক পাঞ্জাতন মাজার সংলগ্ন “রাস্তা হতে সরাফত মাওলানার মাজারে যাওয়ার রাস্তার পাশে প্রায় ৫০টি পরিবারের ৩শ’ লোকের বসবাস। ১২ মে বৃহস্পতিবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকার লোকজন শত বছরের পুরাতন এই রাস্তাটি বর্ষাকাল সামনে রেখে সংস্কার করেন। কিন্ত ওই এলাকার সুজন মিয়ার নেতৃত্বে একটি পক্ষ রাস্তায় বাঁশের খুঁটি দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার জলিল মিয়া, মখলিশ মিয়া, নসিম উল্লা, রজবুন্নেছা, ছয়ফুল মিয়া, রবান মিয়া অভিযোগ করেন তাদের শত বছরের পুরাতন রাস্তাটি গত বৃহস্পতিবার মেরামত করার পর রাস্তাটি বাঁশের বেরা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এই ৫০টি পরিবারের লোকজনের চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রসিদ কে অবহিত করেছেন তারা। এলাকাবাসী দ্রুত রাস্তার সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে জানতে চাইলে সুজন মিয়া জানান, চলাচলের রাস্তাটি আমাদের মৌরসী সম্পত্তি। স্থানীয় জনগনের চলাচলের স্বার্থে আমাদের জায়গা উপর দিয়ে রাস্তা দিয়েছিলাম। তারা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছে। কিন্ত গত বৃহস্পতিবার রাতের আধারে ছয়ফুল, জলিল, মখলিশ ও রবান মিয়ার নেতৃত্বে ১২ থেকে ১৫ জন লোক চলাচলের রাস্তার পরও আমার অবশিষ্ট জায়গা কেটে রাস্তা বড় করে। এসময় আমি তাদেরকে বাধা দেই। তারা আমার বাধা না মেনে রাস্তা বড় করেন। পরদিন সকালে আমি আমার জায়গার উপর বাঁশ দিয়ে বেড়া দেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com