শ্রীমঙ্গলে রিডিং দক্ষতা তৈরী করাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, ইংরেজি বাংলা রিডিং পড়ার দক্ষতা তৈরী করাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১১ জুলাই শ্রীমঙ্গলে রোটারি ক্লাব কর্তৃক পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখা ও শ্রীমঙ্গল যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশোলয় চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ, রোটারি ক্লাবের সভাপতি মশিউর রহমান রিপন, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম ও শ্রীমঙ্গল যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম।
সভায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, ইংরেজি বাংলা রিডিং পড়ার দক্ষতা তৈরী করা, হাতের লেখা সুন্দরকরা, ও নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সমসাময়ীক বিষয়ের উপরও শিক্ষার্থীদের ধারণা দেয়া পরামর্শ দেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ধ্বনী সচেতনতা, বর্ণ জ্ঞান, শব্দ ভান্ডার, সাবলীলতাও বোধগম্যতাসহ বিভিন্ন বিষয়ে যাচাই এর লক্ষেও কাজ করার আহবান জানান জেলা ও উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।
মন্তব্য করুন