শ্রীমঙ্গলে শতাধিক পথশিশুদের মধ্যে খাবার বিতরণ

November 21, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শতাধিক পথশিশুদের মধ্েয খাবার বিতরণ করা হয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী সৌরভ পালের অর্থায়নে এ খাবার বিতরণ করা হয়।
শনিবার ২১ নভেম্বর দুপুরে শহরের কলেজ রোডস্থ চারুকলা প্রাঙ্গনে মজার স্কুলের শিশুরা সহ শতাধিক পথশিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। মানবাধিকার কর্মী এস কে দাশ সুমনের সহযোগিতায় উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ পাল বিশু, তরুণ সমাজ সেবক প্রিয়ম পাল বিপ্র, শুভব্রত পাল শুভন, কৌশিক চৌধুরী, রুপক দাশ, আশিকুল ইসলাম ও মজার স্কুলের শিক্ষক আর্য দেবব্রত ও পংকজ ঠাকুর প্রমুখ।
তরুণ সমাজ সেবক প্রিয়ম পাল বিপ্র বলেন, আমাদের সমাজের স্বচ্ছল মানুষগুলো যদি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতো তাহলে সমাজের কিছু মানুষের মুখে হলেও সামান্য হাসি ফুটিয়ে তোলা সম্ভব হতো।
মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন বলেন, মানুষের অঢেল স্বচ্ছলতা কিন্তু অনেকক্ষেত্রে মানুষের অকল্যাণ বয়ে আনে। আমরা চাই মানুষের মানবিকগুণগুলো সদা জাগ্রত হোক এবং সমাজ একটি মানবিক চেতনার দ্বারা পরিচালিত হোক তাহলেই সমাজে ধনী দারিদ্রের বৈষম্য দূর হবে এবং আমরা হবো সুখী সমৃদ্ধ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com