শ্রীমঙ্গলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে অনুদান বিতরণ

October 1, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূর্জার অনুদান, মন্দির সংস্কার ও অসহায় সনাতন পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল জগন্নাথ জিউর আখড়ায় এ বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: হরিপদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের প্রতিনিধি নিশিত দত্ত পুরকায়েস্থ, অজয় দেব, সুশীল শীল, মুকুল দেবরায়, শ্রীপদ দেব, শচিন্দ্র বৈদ্য ও সুদীপ দাশ প্রমূখ।
এ সময় শ্রীমঙ্গল উপজেলার ৩১টি দুর্গাপূজা উদযাপন কমিটিকে নগদ ৫ হাজার টাকা করে, ১০টি মন্দির সংস্কারের জন্য নগদ ৩০ হাজার টাকা ও ৯জন অসহায় মহিলাকে ৯ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com