শ্রীমঙ্গলে ২’ শ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

July 1, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২’শ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। ৩০ জুন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কুঞ্জবন গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে মেরাজ মিয়া (৫২)। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মেরাজ মিয়ার বাড়ির সামনে থেকে ২’শ পিস ইয়াবাসহ তাকে আটক করে। মেরাজ মিয়া দীর্ঘদিন থেকে ইয়াবা বেচাকেনার সাথে জড়িত আছে বলেও খবর পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জেলা পুলিশ সুপারের নির্দেশে করোনা যুদ্ধের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও শ্রীমঙ্গল থানা পুলিশের যুদ্ধ অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।
গতকাল রাতে মেরাজ মিয়া (৫২) কে ২’শ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com