শ্রীমঙ্গল দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

November 21, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা ২০২৪ অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার ২১ নভেম্বর সকালে মেলার উদ্বোধনী অনুষ্টানে সভাপত্বি করেন দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল  স্কুল এন্ড কেেলেজর অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম। শিক্ষক রেবা রানী বড়াল ও মো. রফিকুল ইসলামের সঞ্চালনা উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনলে হাউজ এর চিপ অপারেটিং অফিসার ও দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের প্রেসিডেন্ট তাহসিন এ চৌধুরী। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার স্টল পরিদর্শন করেন। এসময় বোর্ড অব গর্ভনস এর সদস্য জি এম  শিবলি, আমজাদ হোসেন, গর্বনিং বডি এর সদস্য মো: নূর নবী, নাজমা রহমান মুক্তা, মো: সেলিম রেজা। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষকরা  উপস্থিত ছিলেন।

মেলায় ক গ্রুপ (৩য় – ৫ম শ্রেণি) ৪৪টি, খ গ্রুপে (৬ষ্ঠ- ৮ম শ্রেণি) ১৮টি, গ গ্রুপে (৯ম – ১০ শ্রেণি) ৯টি, ঘ গ্রুপে (একাদশ ও দ্বাদশ শ্রেণির) ৪টি স্টলসহ মোট ৭৬ টি স্টল। অথিতিরা  জানিয়োছেন, মেলায় শিক্ষার্থীদের ছোট ছোট বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আবিস্কারের ধারণাটি যে কাউকে অভিভূত করবে। সৌর বিদ্যুৎ,  গ্রিন হাউস, ওয়েস্টেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ সর্বমোট ৭৬টি প্রজেক্টের মাধ্যমে অনন্য সাধারণ রূপকল্প তৈরি করেছে প্রতিষ্ঠানটির কোমলমতি শিক্ষার্থীরা। বিজ্ঞানের বিভিন্ন শাখার আবিস্কার মেলার স্টল গুলোতে প্রদর্শন করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মিহির রঞ্জন দেবরায়, সিনিয়র প্রভাষক মো: নজরুল ইসলাম,সহকারী শিক্ষক সুপর্ণা দেবনাথ ও অভিজিৎ সিং।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com