শ্রীমঙ্গল পিস ফ্যাসিলেটেটরি গ্রুপ এর মাসিক সভা অনুষ্ঠিত

March 8, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলেটেটরি গ্রুপ শ্রীমঙ্গল এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ রবিবার বিকাল ৫ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব কমপ্লেক্মস্থ মীর টি সাপ্লাই এর কার্যালয়ে পিএফজি সদস্য মো: আনহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
শ্র্রীমঙ্গল সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন এ্যাম্বসেডর শিক্ষক কাজী আছমা আক্তার, দিলীপ কুমার কৈরী, জাফরিন নাহার ও মো: ছয়ফুর রহমান প্রমুখ।
সভায় মহামারি কভিট-১৯ এর ভ্যাকসিন নিতে অসচেতন ও সাধারণ জনগোষ্ঠিকে টিকা নিতে উৎসাহ প্রদান এবং বিনামূল্যে সাপ্তাহ ব্যাপী রেজিস্ট্রেশন ক্যাম্পেইন, শ্রীমঙ্গল শহরের ফুটপাত উচ্ছেদ, যত্রতত্র গাড়ী পাকিংসহ যানজট মুক্ত শহর গড়তে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্সারক লিপী প্রদান এবং মাসিক মিটিং মাসের প্রথম রবিবার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ছাড়াও পিএফজি শ্রীমঙ্গল সদস্যগণ প্রতি দিনই সামাজিক দায়বদ্ধতা থেকে কভিট-১৯ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মুলক কার্যাক্রম ও বিনা মূল্যে কভিট-১৯ টিকার রেজিস্ট্রেশন অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com